Logo
Logo
×

সারাদেশ

জয়ন্তী নদীর পাড়ে মিলল নারী ও শিশুর লাশ

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:৫০ পিএম

জয়ন্তী নদীর পাড়ে মিলল নারী ও শিশুর লাশ

শরীয়তপুর গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীর পাড়ে মিলেছে অজ্ঞাত পরিচয়ের দুই লাশ। যার মধ্যে একজন নারী (৩০) ও একজন ছেলে শিশু (৪)। মঙ্গলবার সকালে উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদী পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদীর পাড়ে শিশু ও অজ্ঞাত নারীর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, সকাল ৭টার দিকে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি জানতে পারি। এরপরে গোসাইরহাট থানা থেকে পুলিশের একটি দল পাঠানো হয়। ঘটনাস্থলে নৌপুলিশও রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম