Logo
Logo
×

সারাদেশ

দুই জামায়াত কর্মী নিহতের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:০১ এএম

দুই জামায়াত কর্মী নিহতের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা

আবু সালেক ও নেজাম উদ্দিন। ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় হামলায় জামায়াতের দুই কর্মী নিহত হওয়ার পর ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল (নাইন এমএম) উদ্ধারের ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে। সাতকানিয়া থানার এসআই নাজমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম। 

যাদের আসামি করা হয়েছে তারা হলেন ‘উপজেলার কাঞ্চনা ১ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে মো. আলমগীর, একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল সাত্তারের ছেলে মো. ফরহাদ, কাঞ্চনা ৮ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে মো. ফারুক প্রকাশ কালা ফারুক, কাঞ্চনা ৩ নম্বর ওয়ার্ডের মৃত গুরা মিয়ার ছেলে মো. সাইফুদ্দিন প্রকাশ সাবু ও উপজেলার এওচিয়া ইউনিয়নের আবাসন প্রকল্প এলাকার আব্বাস উদ্দিনের ছেলে মো. হারুন। অভিযুক্তরা সাতকানিয়া এলাকার ভয়ংকর সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে। পুলিশ তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলাটি তদন্ত করছেন সাতকানিয়া থানার এসআই খায়রুল হাসান।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ৩ মার্চ ছনখোলা পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে ডাকাত পড়েছে ও গোলাগুলি হচ্ছে। এমন খবর শুনে সাতকানিয়া থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এ সময় তারা আবুল ছালেক ও নেজাম উদ্দিনের লাশ দেখতে পান। পাশাপাশি লাশের পাশে একটি নাইন এমএম পিস্তল দেখতে পান ও জব্দ করেন।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম