Logo
Logo
×

সারাদেশ

এমবিবিএস ছাড়া ডাক্তারের স্বীকৃতি নয়

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:০১ পিএম

এমবিবিএস ছাড়া ডাক্তারের স্বীকৃতি নয়

পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার থেকে কর্মবিরতি পালন শুরু করেছেন তারা।

সোমবার সকাল ৮টা থেকে কর্মসূচি পালন শুরু করা হয়। একই সঙ্গে দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস বর্জন করেছে চমেক শিক্ষার্থীরা। মঙ্গলবার সরকারি-বেসরকারি মেডিকেল শিক্ষার্থীরা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে।   

চমেকের ৫ম বর্ষের শিক্ষার্থী মো. সাকিব হোসেন বলেন, ‘আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এতদিন কেবল সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করলেও মঙ্গলবার থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।’  

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে ২৩ ফেব্রুয়ারি থেকে টানা এক সপ্তাহ কর্মবিরতি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে একই দিন থেকে ক্লাস বর্জনের কর্মসূচির ডাক দেন চমেকের শিক্ষার্থীরাও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম