
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
মৌলভীবাজারে পুলিশের হাত থেকে আ.লীগ নেতাকে ছিনতাই

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম

মৌলভীবাজারে আওয়ামী লীগ সভাপতি হাজি আহমদ উদ্দিন
আরও পড়ুন
মৌলভীবাজারে আওয়ামী লীগ সভাপতি হাজি আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
জানা যায়, রোববার রাত ৭টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে হাজি আহমদ উদ্দিনকে আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এরপর পুলিশ সদস্যরা তাকে মোটরসাইকেলে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হন। এক পর্যায়ে তারা হাজি আহমদকে ছিনিয়ে নেন।
শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস বলেন, আমরা অনেক চেষ্টা করেছি হাজি আহমদ উদ্দিনকে নিয়ে আসার জন্য। কিন্তু তাদের লোকবল বেশি থাকায় সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে অভিযান চালিয়ে আসামি ছিনতাইয়ের সাথে জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।