ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ উভয়পক্ষের প্রায় ৩০ জন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার বিকাল পর্যন্ত উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের মোল্লাবাড়ী ও ফকিরহাটির লোকজনদের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষ ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের তারাউল্লা মাঠে গত শনিবার ফুটবল খেলায় ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে একই গ্রামের মোল্লাবাড়ীর আকাশ ও ফকিরহাটির বাবুলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরেরদিন রোববার (৯ মার্চ) সন্ধ্যা বেলায় মোল্লাবাড়ীর আকাশকে চাপরতলা বাজারে একা পেয়ে হামলা চালায় ফকিরহাটির বাবুলের লোকজন। পরে এই বিষয়টি গ্রামের দুই গোষ্ঠীর লোকজনদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ বাড়তে থাকে। সোমবার বিকাল পর্যন্ত চলে দফায় দফায় হামলা-পালটা হামলা। এ ঘটনা নিয়ে গ্রামের উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ঘে জড়ায়। এ সময়ে সংঘর্ষে নারী ও শিশুসহ প্রায় ৩০ জন আহত হয়। সংঘর্ষের পর চলে উভয়পক্ষের বাড়িতে লুটপাট ও বাড়িঘর ভাঙচুর।
চাপরতলা গ্রামের মোল্লাবাড়ী লোকজনদের মধ্যে মোহাম্মদ আলমগীর মিয়া জানান, ফকিরহাটির লোকেরা আমাদের বাড়ি-ঘরে হামলা করেছে। আমাদের প্রায় ১৩-১৪ জন লোক আহত হয়েছেন।
চাপরতলা গ্রামের ফকির হাটির লোকজনদের মধ্যে মাহমুদ আক্তার জানান, মোল্লাবাড়ীর লোক হামলা চালিয়ে আমাদের বাড়ি-ঘর ভেঙে দিয়েছে। জিনিসপত্রও নিয়ে গেছে।
গ্রামের স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মোল্লাবাড়ী আর ফকিরহাটির লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। সোমবার বিকালে স্থানীয় মুরুব্বি ও পুলিশের সহযোগিতার সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নাসিরনগর থানার ওসি মো.খায়রুল আলম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ জনের মতো আহত হয়েছেন। উভয়পক্ষের মামলাই প্রক্রিয়াধীন রয়েছে।
