
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ এএম
দোকানে টিফিন আনতে গেলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম

আরও পড়ুন
ফেনীর ফুলগাজীতে দোকানে টিফিন আনতে গেলে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দোকানি নুরুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নুরুল ইসলাম ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের ফকির বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন চা বিক্রেতা।
মামালা সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ফুলগাজীর একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাদ্রাসার সামনের দোকান থেকে টিফিন কিনতে যায়। এ সময় দোকানি নুরুল ইসলাম তার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিয়ে দোকান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। রোববার রাতে শিশুর মা ফুলগাজী থানায় এসে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ তাকে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।
ফুলগাজী থানার ওসি মো. ওহাহিদ ফারবেজ যুগান্তরকে বলেন, ৮ বছর বয়সি ওই শিশুর মা বাদী হয়ে ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।