Logo
Logo
×

সারাদেশ

শিশুকে ধর্ষণের খবর শুনে পিতার মৃত্যু

Icon

হবিগঞ্জ ও বানিয়াচং প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম

শিশুকে ধর্ষণের খবর শুনে পিতার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিকে মেয়েকে ধর্ষণের খবর শুনে মারা গেছেন তার পিতা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। 

রোববার ওই উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষিতা শিশুর নানি বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলো- বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, শিশুকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদের গাজীপুর জেলার টঙ্গী শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। শিশুটির বাবা সোমবার মারা গেছেন। বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ধর্ষিতার নানি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত ৯ মার্চ বিকালে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

ধর্ষিতা শিশুর মামা জানান, ধর্ষণের শিকার শিশুটির পিতা দুলাল মিয়া (৫০) বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল। রোববার বিকালে তার মেয়ের এ ঘটনা শুনার পর থেকে সে আরও অসুস্থবোধ করতে থাকে। একপর্যায়ে সোমবার বেলা ১১টায় তিনি মারা যান।

হবিগঞ্জ জঙ্গল পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম