
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:২২ এএম
জুসের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম

আরও পড়ুন
মাগুরার মহম্মদপুরে জুসের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খন্দকার তৌহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় তাকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে যানা যায়, তৌহিদুল ইসলাম কর্মসূত্রে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর এলাকায় থাকেন। তৌহিদুল ইসলাম ১৪ বছর বয়সি এক প্রতিবন্ধী শিশুকে জুসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে ধরে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে দেন।
মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, আটক হওয়া ব্যক্তিকে মামলা দিয়ে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।