Logo
Logo
×

সারাদেশ

মৌমাছির কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

মৌমাছির কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে রফিকুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রফিকুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে সবজিখেতে কাজ করছিলেন। আকস্মিকভাবে জমির পাশে থাকা জামগাছ থেকে মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। এ সময় একঝাঁক মৌমাছির কামড়ে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত রফিকুল ইসলাম দুর্গাপুর ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের রহিম বকসের ছেলে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য বাবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম