
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:০৪ এএম
বাঘায় মহিলা আ.লীগের সভানেত্রী কারাগারে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম
-67cef8110de4e.jpg)
রাজশাহীর বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রাজশাহীর একটি আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমবার দুপুরে তাকে প্রতারণা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন প্রতারণা মামলার বাদী নিলুফা ইয়াসমিন নিলুর পক্ষের রাজশাহীর আদালতের আইনজীবী মো. আজিজুল ইসলাম।
জানা গেছে, কয়েক বছর আগে বাঘা উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা চাঁদপুর গ্রামের শাজাহান আলীর মেয়ে নিলুফা ইয়াসমিন নিলুকে চাকরি দেওয়ার নাম করে ২০ লাখ টাকা নেন। চাকরি দিতে না পারায় টাকা ফেরত চায় নিলুফা ইয়াসমিন নিলু। অবশেষ তার নামীয় চেক দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে তার হিসাব নম্বরে কোনো টাকা না থাকায় চেক ডিজঅনার করার পর নিলুফা ইয়াসমিন নিলু বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। ফাতেমা খাতুন বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
এদিকে ফাতেমা খাতুন লতার নামে উচ্চ আদালতে ২৫ লাখ ও নিম্ন আদালতে ১৫ টাকার চেক জালিয়াতির আরও দুটি মামলা রয়েছে বলে রাজশাহী আদালতের আইনজীবী আজিজুল ইসলাম নিশ্চিত করেন।