শিশু আছিয়ার ধর্ষকের মুক্তমঞ্চে প্রতীকী ফাঁসি

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:১৮ পিএম

দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং শিশু আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে জয়পুরহাটে মুক্তমঞ্চে প্রকাশ্য জনসমক্ষে ধর্ষকের প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে শহরের জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশশির আলী শিহাব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য কেএম সাজিন, সংগঠক ফাহিম ফয়সাল রাফিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে বক্তারা শিশু আছিয়ার ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে বলেন, সরকার যদি তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে না পারে তাহলে যেন জনতার হাতে ছেড়ে দিন, ছাত্র-জনতা তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করবে।