
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ এএম
সীমান্তে ১৫ সোনার বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম

আরও পড়ুন
সাতক্ষীরার সদর উপজেলার সীমান্ত থেকে ১৫ স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। জব্দ করা হেয়েছে ব্যাটারিচালিত অটোরিকশাও। উপজেলার আবাদের হাট এলাকা থেকে রোববার রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবির দাবি, স্বর্ণের বারগুলো ভারতে পাচার হচ্ছিল। আর ১৫ স্বর্ণের
বারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা।
আটককৃত সোহেল উদ্দিন (৫৫) কলারোয়া উপজেলার আইস পাড়া গ্রামের হামেজ উদ্দীনের
ছেলে।
সোমবার বিজিবি-৩৩ এর অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে আবাদের হাট এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এ
সময় অটোরিকশারে গতিরোধ করে যানটিতে তল্লাশি চালানো হয়। পরে অটোরিকশাটি থেকে ১৫টি স্বর্ণের
বার উদ্ধার করা হয়, যার ওজন এক কেজি ৮০০ গ্রাম। আটক করা হয় সোহেল উদ্দিনকে নামের এক
চোরাকারবারিকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি
অফিসে জমা করে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হবে।