Logo
Logo
×

সারাদেশ

পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার পলাতক আসামি রনি গ্রেফতার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৩:৪৫ পিএম

পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার পলাতক আসামি রনি গ্রেফতার

রনি মিয়া

গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলায় পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার আসামির নাম রনি মিয়া (২৪)। সে মামলার ৬ নম্বর আসামি এবং পলাশবাড়ী থানার বুজরুক বিষ্ণুপুর গ্রামের সাইদুর রহমান ভুলুর ছেলে। রুবেল মিয়াকে সে তার হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে মাথায় চোট মেরেছিল।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নওসাদুজ্জামান জানান, রনি মিয়া নামে এক আসামির জামিন না মঞ্জুর করে জেলহাততে পাঠিয়েছেন আদালত। এতদিন সে পলাতক ছিল। সোমবার আত্মসমর্পণ জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন।

গত বছরের গত ১৮ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ীর বোর্ড বাজার এলাকায় আতিয়ার রহমান ও মধু মিয়াসহ তার লোকজন রুবেল মিয়াকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। 

এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রেবা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আতিয়ার রহমানকে ১ নম্বর এবং মধু মিয়াকে ২ নম্বর আসামি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম