Logo
Logo
×

সারাদেশ

কয়েলের আগুনে পুড়ল ১০ দোকান

Icon

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৩:০৫ পিএম

কয়েলের আগুনে পুড়ল ১০ দোকান

মশার কয়েল থেকে আগুন লেগে সুনামগঞ্জের জামালগঞ্জে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। এতে ফারদিন মিয়া (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।  

সোমবার (১০ মার্চ) সকালে সাচনাবাজারের সিএনবি রোডে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে জামালগঞ্জ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত ফারদিনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পা পুড়ে গেছে বলে জানিয়েছেন তার চাচা ওমর ফারুক। 

স্থানীয়রা জানান, মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ ব্যবসায়ী ওমর ফারুকের ফরিদ স্টোরের যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে; সেই দোকানে তার ভাতিজা ফারদিন রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিল। আজ সকালে প্রথমে ফরিদ স্টোরে আগুন দেখতে পায় স্থানীয়রা, পরে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফরিদ স্টোরের ভেতরে ঘুমিয়ে থাকা ফারদিন আটকা পড়লে তার চিৎকার শুনে বাজারের লোকজন দোকানের সাটার ভেঙে তাকে উদ্ধার করে। আগুনে তার ডান পা পুড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জামালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিজন সিং বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাজারের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে বাজারের ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম