Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ আটক ২

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:৫৭ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ আটক ২

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে চারটি ইয়াবা জব্দ করা হয়। রোববার বেলা ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জিদান দীর্ঘদিন ধরে হাসপাতালের স্টাফদের হুমকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিল। পাশাপাশি তিনি হাসপাতালের ভেতরে ইয়াবা বিক্রি করত। এ বিষয়ে সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিলে রোববার অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালের ভেতর থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান চালায়। জিদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক। এ ঘটনার পর জিদানকে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। আটককৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে।’

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম