Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে আ.লীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:৩৮ পিএম

চট্টগ্রামে আ.লীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের আরও ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার পর থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

রোববার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- তরিকুল ইসলাম, নুরুল কবির, ইমাম হোসেন রাহাত, মনজুর, শাহেদ, সেকান্দর, কবির হোসেন, শাহাবুদ্দিন, জিসান, মামুন মিয়া, রাশেদ ওরফে রাহুল, মুছা, শাহ আহম্মেদ ওরফে বাহার, সাগর, মেহেদী হাসান, মিশু, হোসেন, ইউনুছ নবী, সোহেল, জাকির হোসেন বাপ্পি, শুভ দে, রাশেদ, ফারুক, আব্দুল আউয়াল, আব্দুল রহিম, আবেদ হোসেন, জাহিদ হারুনী ওরফে ডাইল জাহিদ, ফারুক, জহির ইসলাম, রাজু, আবিদ হাসান উজ্জল, শাকিল, সুভাষ দাশ, আলী আকবর সায়মন, শাহজাহান, সিফাত হোসেন, জুয়েল, আব্দুল কাদের ও ইব্রাহীম।

সূত্র জানায়, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে হওয়া এক বা একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম