
চট্টগ্রামে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। রোববার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো আমিন জুট মিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছিল ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ২টা ৫৮ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী, কালুরঘাট, আগ্রাবাদ স্টেশনসহ চারটি স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে ১২টি দোকান পুড়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এসব দোকানের মধ্যে জুট, বাঁশ ও ধানের ভুষির দোকান রয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে এলেও ডাম্পিংয়ে সময় লাগছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।