Logo
Logo
×

সারাদেশ

মির্জাপুরে আ.লীগ নেতা রউফ গ্রেফতার

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:৫৬ পিএম

মির্জাপুরে আ.লীগ নেতা রউফ গ্রেফতার

ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রউফকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) একটি দল। 

শনিবার বিকালে উপজেলার পাকুল্যা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১৪ সহকারী পুলিশ সুপার আব্দুল হাই। 

গ্রেফতার আব্দুর রউফ উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের বাসিন্দা।

রোববার তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানার একটি মামলার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ। 

ডেভিল হান্ট অপারেশনে এখন পর্যন্ত এ উপজেলা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম