Logo
Logo
×

সারাদেশ

বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:৩১ পিএম

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে রোববার বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচি থেকে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানানো হয়।

যুগান্তর প্রতিনিধিরা জানান : ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীরা Èসারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে', ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে', ‘জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’ সহ বিভিন্ন স্লোগান দেয়। বক্তব্য দেন ইবির সাবেক সহসমন্বয়ক সাদিয়া মাহমুদ মীম, সাবেক সমন্বয়ক এসএম সুইট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে এমন বিচারহীনতা এবং নিরাপত্তাহীনতা কাম্য নয়। সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দারের পরিচালনায় বক্তব্য দেন ফোকলোর বিভাগের অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শুসমিন আফসানা এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উমামা। এদিকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, বিচার না হওয়ায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফুল ইসলাম, মোস্তাকিম মোস্তাক, সিয়াম আহমেদ, মোরশেদ তুষার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারগঞ্জের প্রতিনিধি লেমন মিয়া, রকি রায়হান প্রমুখ। ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ, ছাত্রনেতা মারুফ বিল্লাহ, মেৌসুম উদ্দিন শোভন, মাহাফুজুর রহমান ঈশান। গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন পেৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। পরিচালনা করেন যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য দেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উদীচী সংসদ গেৌরীপুর শাখার সাবেক সভাপতি পলাশ মাজহার। ঘাটাইলে মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে। বক্তব্য দেন নিপীড়নবিরোধী সচেতন ছাত্র সমাজের নেতা মো. রাকিবুল ইসলাম রাকিব, দেওয়ান সাইফুল ইসলাম। কালিহাতীতে মানববন্ধনে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, শামসুল হক কলেজ, লুত্ফর রহমান মতিন মহিলা কলেজ, জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।  বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান, হুসাইন কবির। নেত্রকোনায় বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী কোহিনুর বেগম, নারী প্রগতির মৃণাল চক্রবর্তী, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানসহ অন্যরা। ফরিদপুরে শহরের রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নিরব ইমতিয়াজ শান্তর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী সিফাত, সানজিদা রহমান সমতা, কাশফিয়া ইকবাল ফারিন, আশরাফুল তাসিন। চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা পেৌর শাখার আহবায়ক মো. রাব্বি জানায়, সারা দেশে ধর্ষণ, খুন রোধে কার্যত দ্রুত ব্যবস্থা নিতে হবে। দাবি বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে এবং দ্রুত এর সমাধানের আশ্বাস দেওয়ায় দুই ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করা হয়। লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গেট থেকে নীরব পদযাত্রা বের হয়ে বাজার প্রদক্ষিণ করা হয়। উপস্থিত ছিলেন মহিবউল্লাহ মুন্না, শাহিদুল ইসলাম তন্ময়, তামিম সিফাত, তাবিবুর সিফাত, ওসমান গনি প্রমুখ।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম