
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম
‘সাব-ইন্সপেক্টর’ পরিচয়ে চাঁদাবাজি, অবশেষে গ্রেফতার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৯:২১ পিএম

আরও পড়ুন
বগুড়ায় পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দোকান থেকে মালামাল নেওয়ার সঙ্গে জড়িত জাকারিয়া সরকার (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুরে বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা নারুলী পশ্চিমপাড়া থেকে পোশাক পরিহিত অবস্থায় তাকে গ্রেফতার করেন।
এদিন বিকালে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাকারিয়া সরকার নামের এই প্রতারক গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে বগুড়া শহরের নারুলী পশ্চিমপাড়ায় বিভিন্ন বাড়িতে ভাড়া থাকেন। নিজেকে নারুলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর পরিচয় দেন তিনি। এই সময়ে জাকারিয়া পুলিশের পোশাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন শুরু করেন।
আশপাশের দোকানে গিয়ে বাঁকিতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য নিলেও মূল্য পরিশোধ করেননি। দোকানী টাকা চাইলে তিনি তাদের বলেন, এখন নারুলী ফাঁড়িতে কাজে আছি পরে পরিশোধ করবো। এভাবে বেশ কয়েকটি দোকানে তার ১৮শ’ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বাকিতে পণ্য নেওয়া আছে। সম্প্রতি তিনি শহরের সেউজগাড়ি এলাকায় বাসা ভাড়া নেন।
এদিকে ভুক্তভোগীরা বিভিন্ন সময় ফাঁড়িতে এসে ‘সাব-ইন্সপেক্টর’ জাকারিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু কেউ ফাঁড়িতে কর্মরতদের মধ্যে জাকারিয়াকে শনাক্ত করতে পারেননি। জাকারিয়া রোববার বেলা আড়াইটার দিকে সাবেক ভাড়া বাড়ি নারুলী পশ্চিমপাড়ায় মতিয়ার রহমানের বাড়িতে আসেন। এ সময় তার পরণে পুলিশের শার্ট ও প্যান্ট এবং ব্যাগে জুতা এবং ক্যাপ ছিল। নারুলী ফাঁড়ির পুলিশ খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে প্রতারক জাকারিয়া সরকারকে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করে ফাঁড়িতে আনা হয়।
রোববার বিকালে বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী জাকারিয়া সরকারকে তার পোশাক সংগ্রহ ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানায় মামলা দায়েরের পর তাকে হস্তান্তর করা হবে।