Logo
Logo
×

সারাদেশ

রামেকে ৩ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ইন্টার্নদের

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম

রামেকে ৩ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ইন্টার্নদের

পাঁচদফা দাবি আদায় না হওয়ায় সবরকম সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। 

রোববার (৯ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ হুঁশিয়ারি দেন।

পরে এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা তিন দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন। 

এর আগে তারা দাবি আদায়ে রাজশাহী মেডেকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ বলেন, এখন থেকে তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হচ্ছে। ১২ মার্চের মধ্যে দাবি আদায় না হলে চিকিৎসকেরা জরুরি বিভাগের সেবা, বহির্বিভাগের সেবা এবং প্রাইভেট প্যাকটিস বন্ধ করতে বাধ্য হবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম