
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:০০ পিএম
বিশ্ব ইজতেমায় সংঘর্ষে নিহতের ঘটনায় ৩ জনের জামিন

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম
-67cd8f491f9a6.jpg)
আরও পড়ুন
২০২৪ সালের ১৮ ডিসেম্বর ভোরে বিশ্ব ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে ৪ মুসল্লি নিহতের ঘটনায় গ্রেফতার ৪ জনের মধ্যে তিনজন জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার (৯ মার্চ) দুপুরে সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম যুগান্তরকে এ তথ্য জানান।
তিনি জানান, সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাদপন্থি আলেম মুফতি শফিউল্লাহ মাক্কি। এর আগে মুক্তি পান মুফতি মুয়াজ বিন নূর ও জহির উদ্দিন। বর্তমানে জেলে আছেন মওলানা জিয়া বিন কাসেম।
প্রাপ্ত তথ্যমতে, গত বছরের ১৮ ডিসেম্বর ভোরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় জুবায়েরপন্থিরা সাদপন্থিদের ২৯ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। অন্যদিকে সাদপন্থিরা জুবায়েরন্থিদের ৪৪ জনকে আসামি করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় সাদপন্থিদের ৪ জন গ্রেফতার করা হয়। তবে জুবায়েরপন্থিদের কাউকেই এখনো গ্রেফতার করা হয়নি।
সায়েম বলেন, গত ৭ বছর ধরে জুবায়েরপন্থিরা সুবিধা ভোগ করে আসছেন। তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন। কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে। অথচ এখন বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আঁকছে। আমরা আল্লাহর কাছে সব বিচার দিয়েছি।