Logo
Logo
×

সারাদেশ

যুবদল নেতা সুরুজ হত্যার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৪:৩৩ পিএম

যুবদল নেতা সুরুজ হত্যার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

বরিশাল নগরীর কাউনিয়ায় যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহিন সরদার ওরফে সোনা শাহিনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে রাজধানীর মাদারটেক এলাকার কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাবে একটি যৌথ দল।

রোববার দুপুরে বরিশাল নগরীর র‌্যাব-৮ এর কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া অফিসার অমিত হাসান।

শাহীন বরিশাল নগরীর কাউনিয়ার গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে। তিনি নগরীর ৩ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

সংবাদ সম্মেলনে অমিত হাসান বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় শাহিনকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে নগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়। হত্যার শিকার সুরুজ ও শাহিন একই রাজনৈতিক দলের অনুসারী। তাদের মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়ীক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এছাড়াও আরও কোনো কারণ রয়েছে কি না তদন্ত করে দেখা হচ্ছে।

যুবদল নেতাকে হত্যার ঘটনায় এর আগে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এবার প্রধান আসামিকে গ্রেফতার করল র‌্যাব।

এদিকে সুরুজ হত্যায় সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। রোববার দুপুরে কাউনিয়া হাউজিং এলাকায় এ বিক্ষোভ হয়।

গত ২ মার্চ সুরুজকে কুপিয়ে হত্যা করে গ্রেফতার হওয়া শাহীন, তার স্ত্রী শাবানা ও তিন সন্তানসহ কয়েকজন। এ ঘটনার পর দুই দফায় অভিযুক্ত শাহীনের কাউনিয়ার বাড়িতে আগুন দেয় স্থানীয়রা। এরপর নিহত সুরুজের ভাই শাহিন গাজী বাদী হয়ে নগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম