Logo
Logo
×

সারাদেশ

জামায়াত কর্মী হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম

জামায়াত কর্মী হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে গাইবান্ধা দায়রা জজ আদালতের বিচারক মো.রেজাউল করিম এ আদেশ দেন।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন— সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক আল রোহান, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর হাসান পিয়াল, রাজু মিয়া ও পরিতোষ চাকী।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক আল রোহান, মুশফিকুর হাসান পিয়াল, রাজু মিয়া, ও পরিতোষ চাকী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা রোববার জেলা দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন। তবে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর  করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম