Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০১:৩২ পিএম

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

বগুড়ার গাবতলীতে সিফাত হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণির স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে দুবৃত্তরা।  শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

রোববার (৯ মার্চ) দুপুর পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন গাবতলী থানার ওসি আশিক ইকবাল।

নিহত সিফাত উপজেলার উনচুরকি উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্লার ছেলে এবং গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোজাদার সিফাত শনিবার গ্রামের মসজিদে ইফতার করার পর বাড়িতে আসে। এরপর বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ৯টার দিকে স্থানীয়রা বাড়ির কাছে উনচুরকি উত্তরপাড়া ঈদগাহ মাঠের পাশে পুকুরপাড়ে সিফাতের মরদেহ পড়ে থাকতে দেখেন। স্বজনরা তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসক জানান, সিফাতের গলায় হাতের আঙুলের দাগ ছিল; সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ছেলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত সিফাতের মা রুলি বেগম। 

গাবতলী থানার ওসি আশিক ইকবাল জানান, সিফাতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো বিরোধের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরও জানান, হত্যায় জড়িত সন্দেহে হাসপাতাল থেকে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম