Logo
Logo
×

সারাদেশ

সৈকতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম

সৈকতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী

সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার পুলিশ বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওই তরুণী একটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

ওই তরুণী জানান, সে দুপুরে এক ছেলে বন্ধুর সঙ্গে সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যান। একপর্যায়ে চার যুবক তাদের জিম্মি করে উপকূলের ঝাউ বাগানে নিয়ে যান। সেখানে ছেলেটিকে মারধরের পর ঝাউগাছের সঙ্গে বেঁধে রেখে তাকে চারজন মিলে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান।

ওই কলেজছাত্রী বলেন, ‘ধর্ষণকারীদের হাত থেকে বাঁচতে অনেক আকুতি-মিনতি করেছি। কিন্তু তারপরও তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি।’

স্থানীয় বাসিন্দা মুন্না বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করেছি। তার চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। সে গণধর্ষণের শিকার হয়েছেন বলে আমাদের জানিয়েছেন।’

দিনদুপুরে সমুদ্র সৈকতে ধর্ষণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, গুলিয়াখালী সমুদ্র সৈকতে প্রতিদিন পর্যটক ও দর্শনার্থীর প্রচুর সমাগম ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। সৈকতে আসা পর্যটকেরা কিশোর গ্যাং, বখাটে ও সন্ত্রাসীদের হাতে হয়রানির শিকার হন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম