
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৪ এএম
ইসলামী আন্দোলনের মিছিলে মেলা কমিটির হামলা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৯:৩১ পিএম

মুলাদীতে আইনুদ্দিন শাহ ফকিরের মেলা নিয়ে আয়োজক ও ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলা ইসলামী আন্দোলন নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে শতাধিক মোটরসাইকেল নিয়ে মুলাদী-মীরগঞ্জ সড়কে মহড়া দেওয়ার সময় মেলা আয়োজকরা হামলা করায় দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
ইসলামী আন্দোলন নেতাকর্মীদের অভিযোগ মুলাদী-মীরগঞ্জ সড়কের দক্ষিণ কাজিরচর আবুল হাওলাদার বাড়ি সংলগ্ন কালভার্ট এলাকায় মেলা আয়োজক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে হামলা করা হয়। হামলায় ইসলামী আন্দোলনের কমপক্ষে চারজন নেতাকর্মী আহত হয়েছেন।
এছাড়া গত বৃহস্পতি ও শুক্রবার মেলার নামে ইসলাম বিরোধী কার্যক্রমের অভিযোগে ইসলামী আন্দোলন কর্মীরা আইনুদ্দিন শাহ ফকিরের মেলা বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। অপরদিকে মেলা আয়োজন কমিটির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারি ও অন্যান্যরা যেকোনো মূল্যে মেলার আয়োজন করার ঘোষণা দেওয়ায় কাজিরচরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আগামী ১০ মার্চ থেকে উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণপূর্ব কাজিরচর গ্রামে নয়াভাঙনী নদীর তীরে আইনুদ্দিন শাহ ফকিরের ১৪১তম মেলা শুরু হওয়ার কথা রয়েছে।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফএম মাইনুল ইসলাম জানান, শনিবার উপজেলা ইসলামী আন্দোলনের শুরা সদস্য সম্মেলন ছিল। সম্মেলন শেষে বরিশাল জেলা নেতাদের পৌঁছে দিতে নেতাকর্মীরা মোটরসাইকেলে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে মীরগঞ্জ ফেরিঘাটে যাচ্ছিলেন। মিছিলটি কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর আবুল হাওলাদার বাড়ি সংলগ্ন কালভার্ট এলাকায় পৌঁছলে আইনুদ্দিন শাহ মেলা কমিটির সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০জন লোক হামলা চালায়। এতে ইসলামী আন্দোলনের চারজন নেতাকর্মী আহত হয়েছেন। ওই মহলটি পবিত্র রমজান মাসে আইনুদ্দিন শাহ ফকিরের মেলার নামে ইসলাম বিরোধী কার্যক্রম চালানোর পাঁয়তারা চালাচ্ছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মেলা বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি করায় পূর্বপরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকাল ৫টার দিকে প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা করা হয়েছে।
আইনুদ্দিন শাহ ফকির মেলা আয়োজক কমিটির সভাপতি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারি জানান, ১৪০ বছর ধরে কাজিরচর এলাকায় আইনুদ্দিন শাহ ফকিরের মেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর ১৪১তম মেলার আয়োজন করেছেন আইনুদ্দিন শাহ ফকিরের অনুসারীরা। ইসলামী আন্দোলন নেতাকর্মীরা মেলার আয়োজন বাধাগ্রস্ত করতে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। ওই সময় মেলার সমর্থকদের সঙ্গে তাদের কথার কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
মুলাদী থানার ওসি জহিরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মেলার আয়োজনস্থলে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করলে আয়োজকরা বাধা দেন। এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।