Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৮:২৯ পিএম

আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

ফাইল ছবি

রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মকুল (৪৬) এবং একডালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ময়নুল ইসলাম (৪০)।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ইমরান ও ময়নুলকে গ্রেফতার করা হয়। তারা দুজন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্দিগ্ধ আসামি। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম