Logo
Logo
×

সারাদেশ

বেলুনের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ, ষাটোর্ধ্ব ব্যক্তি আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

বেলুনের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ, ষাটোর্ধ্ব ব্যক্তি আটক

মুন্সীগঞ্জে ৮ ও ১০ বছর বয়সি দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সেকান্দার আলী চোকদার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার সেকান্দার আলী মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি সদরের চরমুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করতেন।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। 

মুন্সীগঞ্জ সদর থানার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২ মার্চ বিকাল ৩টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুই শিশু তাদের পরিবারের সঙ্গে সদরের চরমুক্তারপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকতো। দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নির্জনে নিয়ে ধর্ষণ করে আসামি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, শুক্রবার রাতে দুই শিশুর একজন অসুস্থ বোধ করলে তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আসামিকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই শিশুর মা। 

তিনি জানান, গ্রেফতার সেকান্দার আলী পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

এদিকে দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দুই দিন পর রিপোর্ট পাওয়া গেলে চার্জশিট দাখিল করা হবে বলে জানান ওসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম