Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতা ও এলজিইডি প্রকৌশলীর চাঁদা সংক্রান্ত অডিও ফাঁস; প্রতিবাদে সংবাদ সম্মেলন

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৭:২৬ পিএম

বিএনপি নেতা ও এলজিইডি প্রকৌশলীর চাঁদা সংক্রান্ত অডিও ফাঁস; প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম স্বপন ও এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবীর হোসেনের মধ্যে চাঁদা চাওয়ার অডিও ফাঁসের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বপন। 

শনিবার (৮ মার্চ) মাদারগঞ্জ উপজেলা পরিষদ এলাকার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

বিএনপি নেতা স্বপন দাবি করেন, একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে চায়। যার কারণে সুপার এডিট করা চাঁদা চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। 

তিনি বলেন, আমি কখনো এ ধরনের (চাঁদা চাওয়া) ঘটনার সঙ্গে জড়িত নই। কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য আমার সুনাম ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তারা আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে নানা কৌশলে অপপ্রচার চালাচ্ছে। তারই অংশ হিসাবে চাঁদা চাওয়ার ভুয়া অডিও তৈরি করে আমার নামে চালানো হয়েছে। আমি এই মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। 

এ সময় এলজিইডি প্রভাতি প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আবীর হোসেনও উপস্থিত ছিলেন। অডিওর সত্যতা অস্বীকার করে তিনি বলেন, আমার সঙ্গে এ ধরনের কোনো চাঁদা দাবির ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অডিওটি সুপার এডিটিং করা হয়েছে; এটি সম্পূর্ণ মিথ্যা। ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে; যা দুঃখজনক।

উল্লেখ্য, কয়েকদিন ধরে এলজিইডির ৩৭ লাখ টাকার একটি প্রকল্পের বিলের ১০ ভাগ চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম