
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ এএম
বিএনপির কার্যালয়ে বোমা হামলা, আহত ৩

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৫:৪৩ পিএম
-67cc2d702a108.jpg)
আরও পড়ুন
নড়াইলে বিএনপির স্থানীয় কার্যালয়ে বোমা হামলা করেছে দুবৃত্তরা। এতে বিএনপির ৩ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলার শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্লা (৬০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটু। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত টিটুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে অতর্কিতভাবে ৩টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যালয়ে থাকা ৩ নেতাকর্মী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং অন্য দুজনকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম যুগান্তরকে বলেন, ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। অপরদিকে বোমাহামলা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।