Logo
Logo
×

সারাদেশ

সুলতানী আমলের মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:৪৩ পিএম

সুলতানী আমলের মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০৬ বছরের পুরোনো সুলতানী শাসনামলের অনন্য মুসলিম নিদর্শন গোয়ালদী হোসেন শাহী মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে গোয়ালদী এলাকায় শাহী মসজিদের সামনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়।

সংগঠনটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব রবিউল হুসাইন, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংবাদিক খায়রুল আলম খোকন, এরশাদ হুসাইন অন্য, সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষিকা শামীমা নাসরিন, সংগঠক খাদিজা আক্তার, ইস্কান্দার আলী আলভী, মোমেন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৫১৯ খ্রিষ্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে গোয়ালদী শাহী মসজিদটি নির্মাণ করা হয়। প্রত্নতত্ব অধিদপ্তরের আওতাধীন থাকলেও মসজিদটির বিভিন্ন অংশ বর্তমানে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। বিশেষ করে মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণের স্তম্ভটি  হেলে পড়েছে। যে কোনো সময় অংশটি ধসে পরতে পারে। এছাড়া চার কোণার চারটি গম্বুজ ধসে গেছে।

ঐতিহাসিক এ মসজিদটি দ্রুত সংস্কার করে যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষনের দাবি জানান বক্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম