যাত্রীবাহী লঞ্চে মিলল ২৫ মণ জাটকা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:৩৯ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের মোহনপুর ইউনিট। শনিবার রাতে উপজেলা মোহনপুর অঞ্চলে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। পরবর্তীতে এ মাছ এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুরের নৌ-সীমানায় ১ মার্চ থেকে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
দেশের ছয়টি অভয়াশ্রমের মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চর ভৈরবি পর্যন্ত ৭০ কিলোমিটার
মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে সকল প্রকার মৎস্য আহরণবন্ধসহ জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত
হচ্ছে। এসময় জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মোহনপুর কোস্টগার্ড ইউনিটের কর্মকর্তা এম কবির জানান, মোহনপুর অঞ্চলে
মেঘনা নদীর বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে
জাটকাগুলো জব্দ করা হয়। জাটকাগুলো বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ
সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা
বিজয় কুমার দাসের উপস্থিতিতে মোহনপুর এলাকার এতিমখানা ও দুস্থদের মাঝে মাঝে বিলিয়ে
দেওয়া হয়।

