টেকনাফে অস্ত্রসহ ৩ অপহরণকারী গ্রেফতার, ১ জনকে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম
-67cc0f502dd23.jpg)
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং হাতিয়ার ঘোনায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৭টি তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের জিম্মায় থাকা আরেফুল ইসলাম শুভ (২৫) নামে এক অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
শনিবার (৮ মার্চ) দুপুরে নৌবাহিনীর চট্টগ্রাম মিডিয়া সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতাররা হলেন- হোয়াইক্যং মৃত আবুল কাসেমের ছেলে হেলাল উদ্দিন (৪৬), নাজির হোসেনের ছেলে আলতাস (৪৫) এবং ইকরামের ছেলে মুজিব (৪২)।
উদ্ধার আরেফুল নরসিংদীর চন্দনবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনোহরদি এলাকার আরমান মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। এতে অপহরণ চক্রের মূলহোতা, মাদক ও অস্ত্র কারবারি হেলাল ও তার ২ সহযোগিকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে অপহরণের শিকার আরেফুলকে উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মজিবের কাছে আসেন আরেফুল। মজিব তাকে কাজ না দিয়ে হেলালের একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে হেলালের চক্রটি তার পরিবারের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
অভিযানে হেলালের বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা ৪ টি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, অপহরণ, মাদক ও চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আটকদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।