Logo
Logo
×

সারাদেশ

সালিশবৈঠকে সংঘর্ষে আহত ১২

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম

সালিশবৈঠকে সংঘর্ষে আহত ১২

বরিশালের আগৈলঝাড়ায় সালিশবৈঠক দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শুক্রবার বিকালে উপজেলার বাকাল গ্রামের তপন দের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সন্ধ্যায় মাছ চুরির ঘটনা দেখে ফেলায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় নজরুল হাওলাদারের (৩৮) ছেলে শিশু মুন্নাকে। এতে ভয় পেয়ে মারা যায় ওই শিশুটি। এ ঘটনায় শুক্রবার বিকালে বাকাল গ্রামের তপন দের বাড়িতে সাবেক ইউপি সদস্য রেজাউল করিম সরদারের সভাপতিত্বে সালিশবৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের একপর্যায়ে বাকাল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম আজাদ নজরুল হাওলাদারকে উদ্দেশ করে একটি চেয়ার ছুড়ে মারে। এরপরই দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে নজরুল হাওলাদার, তার স্ত্রী মারুফা বেগম (২৯), রিদম মাহমুদ (১৬), কামাল মোল্লা (৩৫), সিরাজুল ইসলাম(৭৫), শিল্পী বেগম (২৮), রাজু খানসহ (৩০) বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নজরুল হাওলাদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় শনিবার দুপুরে লিখিত অভিযোগ করেন।

হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত রফিকুল ইসলাম আজাদ বলেন, ‘আমি কারও ওপর হামলা করিনি। বরং প্রতিপক্ষরা আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর হামলা চালিয়েছে। আমার স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আমার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।’

এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওসি আসলে তার সঙ্গে কথা বলে মামলা এজাহার করা হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম