Logo
Logo
×

সারাদেশ

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০১:৫৩ পিএম

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

জামালপুরের ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জুয়েল আকন্দ (৪৫) ও শাওন মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। এতে ট্রাকচালক মামুন মিয়া আহত হয়েছেন। 

শনিবার (৮ মার্চ) ভোর ৬টার দিকে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান ভুঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছনকান্দা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক পরিষ্কার করছিলেন জুয়েল। এসময় নান্দিনাগামী অন্য একটি ডাম্পট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জুয়েলের। একই সময়ে নান্দিনাগামী একটি মোটরসাইকেল ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শাওন নিহত হয়।

এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক মামুনের একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

এসআই সাদেকুজ্জামান ভুঁঞা জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম