
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম
ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক খুন

সিলেট ব্যুারো
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:৫৬ পিএম

আরও পড়ুন
সিলেটের কানাইঘাটে ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্তে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধীনস্ত লোভাছড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শাহেদ মিয়া (২৫)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। শাহেদ মিয়া চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়রা জানান।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক।
স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের বরাত দিয়ে বিজিবি এক বার্তায় জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাটের লোভাছড়া সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় চোরাকারবারি ও ভারতীয় খাসিয়াদের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন। একপর্যায়ে খাসিয়াদের হামলার শিকার হন শাহেদ। সেখানেই মারা যান। পরে শাহেদের সঙ্গে থাকা বাকি সদস্যরা বাংলাদেশে ফিরে এলে বিষয়টি জানাজানি হয়।
বিজিবি জানায়, কানাইঘাট সীমান্তের ওপারে বাংলাদেশি এক যুবকের লাশ পড়ে থাকার বিষয়টি জেনে বিএসএফকে অবগত করে বিজিবি। বিএসএফের পাঠানো ছবি দেখে পরিবার নিশ্চিত করেছে লাশটি শাহেদের। পরে লাশটি উদ্ধার করে বিএসএফ ও ভারতীয় পুলিশ।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক হক জানান, কিভাবে শাহেদকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। ইতোমধ্যে শাহেদের মৃতদেহ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।