Logo
Logo
×

সারাদেশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিশাদ হাসান প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বরগুনা পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিশাদ হাসান প্রিন্স বরগুনা পৌরসভার আমতলাপাড় এলাকার বাসিন্দা।

জানা যায়, যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রিন্সকে গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্সকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম