Logo
Logo
×

সারাদেশ

দেড় কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:০১ পিএম

দেড় কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

সুরমা নদীর নৌ পথে ট্রলারসহ দেড় কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় কাপড়সহ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সিলেট সেক্টরের, সুনামগঞ্জ -২৮ বিজিবির সদস্যরা সুরমা নদীর সাহেববাড়ি ঘাটে অভিযান চালিয়ে ওই চালান জব্দ করা হয়।

শুক্রবার রাতে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের বিজিবির ৮ সদস্যের  বিশেষায়িত টহলদল, বিজিবি ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইবের নেতৃত্বে শুক্রবার ভোররাতে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ট্রলার বোঝাই কাপড়ের চালান সুরমা নদীর সাহেব বাড়ি ঘাটে জব্দ করে।

তিনি জানান, জব্দকৃত ভারতীয় কাপড়ের মধ্যে রয়েছে শার্ট পিস ২ হাজার ৭১৮টি, প্যান্ট পিস ৪ হাজার ২১৬ মিটার, শাড়ি, ৯০ পিস, থ্রি-পিস ২৩টি, থানা কাপড় ১ হাজার ৯১০.১১ মিটার , সোফার কাপড় ৩০০.৭৫ মিটার, চোরাচালানের কাপড় পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৮৭১ টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম