-67c9b543cf221-67cb0b2cdfd40.jpg)
ছাতকে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পূর্ব কুপিয়া গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলীর বড় ভাই রজব আলী (৫০)।
রজব নোয়ারাই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শুক্রবার দুপুরে ছাতক থানা থেকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, রজবের বিরুদ্ধে চেলা ও মরা চেলা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে গভীর রাতে বালু উত্তোলন করার অভিযোগ রয়েছে। সিমেন্ট কারখানার সিবিএ শ্রমিক কদ্দুসের নেতৃত্বে কোটি কোটি টাকার লোহার সামগ্রী চুরির অভিযোগও রয়েছে।
ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।