Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম

নিখোঁজ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের দুই দিন পর পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে ডিএনডি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

পোশাক শ্রমিক মো. নয়ন (২০) জামালপুর সদর উপজেলার আব্দুল হালিমের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের লোকজন জানান, গত বুধবার সন্ধ্যায় ভাড়া বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি নয়ন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করেন আত্মীয়রা।

শুক্রবার সকাল ৮টার দিকে ডিএনডি লেকে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর।

এই পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানিয়েছে, নয়ন মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

যদিও নিহতের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশটি হস্তান্তরের আবেদন জানিয়েছে বলেও জানান ওসি।

তিনি বলেন, এ মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করতে চান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম