
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম
প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরকীয়া, খালুর চোখ উপড়ে ফেলল ভায়রার ছেলে

যশোর ব্যুরো
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৭:৪৬ পিএম
-67caf8989fb41.jpg)
আরও পড়ুন
যশোরে ভায়রার ছেলের সাবেক বউয়ের সঙ্গে পরকীয়ার জেরে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলেছে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শহরের বকচর করিম তেলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শহিদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত সাদ্দামকে রাতেই শহরের পালবাড়ি থেকে আটক করেছে পুলিশ। তিনি শহরের বকচর বিহারী কলোনী এলাকার শাহ জামালের ছেলে। শহিদুল ইসলাম শহরের বকচর করিম পাম্প কবরস্থান রোড এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানিয়েছেন, তার প্রাক্তন স্ত্রী পিয়া খাতুনের সঙ্গে খালু শহিদুল ইসলামের পরকীয়া সম্পর্ক রয়েছে। শহিদুল বলে বেড়ান তার ওপর জ্বিনের ভর আছে। ওই জ্বিনের ভরেই পিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি।
এসব কথা শোনার পর সাদ্দাম উত্তেজিত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে শহিদুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে শহিদুলের বুকের ওপর বসে তার আঙ্গুল দিয়ে দুই চোখ উপড়ে ফেলেন। এ সময় শহিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শহিদুলের মেয়ে মারুফা সাংবাদিকদের জানান, তার বাবা ও প্রতিবেশী তৌহিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রু তা চলছিল। বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছিল তার বাবাকে। তৌহিদের সঙ্গে সাদ্দামের সখ্যতা রয়েছে। তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তার বাবার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, দুমাস আগে সাদ্দাম ও তার স্ত্রী পিয়ার সঙ্গে ডিভোর্স হয়। সেই স্ত্রীর সঙ্গে তার খালু শহিদুল পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এর জেরে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম তার আঙ্গুল দিয়ে শহিদুলের দুই চোখ তুলে পালিয়েছে।
তিনি বলেন, এ ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা বা কেউ জড়িত আছে কিনা সেটা উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আটক সাদ্দামকে হত্যাচেষ্টার মামলায় আটক দেখিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।