
নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় আলামিন শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার যোগানিয়া তুষারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে শেখের ছেলে।শুক্রবার বিকালের ফ্লাইটে তার সৌদি আরব যাওয়ার কথা ছিল।
জানা যায়, আলামিনের শুক্রবার বেলা ৩টায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট থাকায় বৃহস্পতিবার রাতে দুলু শেখ ও নয়ন শেখকে সঙ্গে নিয়ে উপজেলার নড়াগাতী থানার বাঐশোনা ইউনিয়নের যোগানিয়া বাজার থেকে ছবি ও আইডি কার্ড ফটোকপি করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
যোগানিয়া তুষারের মোড় এলাকায় পৌঁছালে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পথচারী রাজলক্ষ্মী (৬০) মোটরসাইকেলে থাকা আলামিন, দুলু ও নয়ন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। পথচারী রাজলক্ষ্মীকে ঢাকায় এবং দুলু ও নয়নকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে।
নড়াগাতি থানার ওসি মো.শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।