Logo
Logo
×

সারাদেশ

লেকে ভাসছিল যুবকের লাশ

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৩:৪০ পিএম

লেকে ভাসছিল যুবকের লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান মো. নয়ন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (৭ মার্চ) সকাল ৮ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের ভান্ডারীপুল অংশের লেকের পানিতে ভাসছিল লাশটি। 

নিহত নয়ন জামালপুর জেলার মৃত আব্দুল হালিমের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ১ মাস আগে নিজগ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ এসে তার মামার বাড়িতে ছিলেন। বুধবার সন্ধ্যায় ইফতার করে মামার বাড়ি থেকে বের হওয়ার পর আর খোঁজ মেলেনি। শুক্রবার সকালে স্থানীয়রা তার মরদেহ ভাসমান দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মৃত ব্যক্তি বুধবার থেকে নিখোঁজ হলেও তার স্বজনরা থানায় অভিযোগ দিতে আসেনি। পরিবার বলেছে, নিহতের মৃগী রোগ ছিল। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি। তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম