
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১ কোটি ১৩ লাখ টাকার পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৩:২৯ পিএম
-67cabc73cec14.jpg)
আরও পড়ুন
সিলেটের বিভিন্ন সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ১ কোটি ১৩ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
তিনি বলেন, শুক্রবার ভোরে ৪৮ বিজিবি দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল এবং শ্রীপুর বিওপিতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ সানগ্লাস, শাড়ি, কিসমিস, ক্রিম, চকলেট, মেহেদি, জিলেট গার্ড ব্লেইড, চিনি, হেয়ার অয়েল, সাবান, বাসমতি চাল, মদ, ফেনসিডিল ও অবৈধ মালামাল পরিবহণে ব্যবহৃত ঠেলাগাড়ী আটক করা হয়।
অধিনায়ক জানান, আটক মালামালের বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ১২ হাজার ৮৭০ টাকা প্রায়। এসব মালামালের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।