
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০১:২৩ এএম
মাদকের টাকা না পেয়ে মাকে জবাই, বাবাকে কুপিয়ে জখম

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১২:২১ পিএম

আরও পড়ুন
খাগড়াছড়িতে মাদকের টাকার জন্য মা আমেনা বেগমকে জবাই (৬০) ও বাবা আব্দুর রহিমকে (৭০) কুপিয়ে জখম করার অভিযোগে আবুল কালামকে (৩৮) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত পৌনে ১টার দিকে জেলার মাটিরাঙার উপজেলার বেলছড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলছড়ির ক্যাম্পটিলা এলাকায় নেশার টাকার জন্য মা আমেনাকে জবাই করে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত ছেলে কালাম। এ সময় বাধা দিতে গেলে বাবা রহিমকে কুপিয়ে জখম করা হয়েছে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরে পালিয়ে যাওয়ার সময় ছেলে কালামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক। তিনি বলেন, ঘাতক কালামকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।