
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম
মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এএসআই আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক এএসআইকে আটকে রাখার ঘটনা ঘটেছে। মোটরসাইকেল ছিনতাইয়ের সময় ধাওয়া দিয়ে এলাকাবাসী তাকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনে।
ওই এএসআইয়ের নাম ফিরোজ বলে জানান গেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তবে পুলিশ বলছে, মাদক উদ্ধারে গিয়েছিলেন এএসআই ফিরোজ।
স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার হোসেন ডাইং এলাকায় এএসআই ফিরোজ দুইজনকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করে। এ সময় মোটরসাইকেলচালক পার্শ্ববর্তী হোসেন ডাইং গ্রামে এসে এলাকাবাসীকে জানালে গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় এএসআই ফিরোজের সঙ্গে থাকা দুই পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার হাতে ধরা পড়েন ফিরোজ। খবর পেয়ে রাত ১১টার দিকে ফিরোজকে উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানান, জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি ৩ জন সোর্সসহ মাদক উদ্ধারে গিয়েছিল এসএসআই ফিরোজ। এ সময় মোটরসাইকেল থামাতে বললে সে ছিনতাইকারী বলে চিৎকার করে। এ সময় এলাকাবাসী ধাওয়া করলে সোর্সরা পালিয়ে যায়; কিন্তু নতুন হওয়ায় ফিরোজ পুলিশের পরিচয় দিয়ে সেখানে অবস্থান করে।
তিনি জানান, ১০-১২ দিন আগে ফিরোজ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে যোগদান করে। তবে অনুমতি ছাড়া এবং সাদা পোশাকে মাদক অভিযানে যাওয়ার কারণে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।