মহেশপুরের সীমান্তে দালালসহ আটক ১৯

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম

অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে দালালসহ ১৯ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন দালাল, সাতজন নারী, সাতজন পুরুষ ও চারজন শিশু রয়েছেন। এছাড়াও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার বাঘাডাঙ্গা ইউনিয়নের হুদোপাড়া থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এছাড়াও স্বরুপপুর ইউনিয়নের চাঁপাতলা থেকে ২ জন ও জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে এক নারীকে আটক করা হয়। এর আগে বুধবার রাতে পেপুলবাড়ীয়া থেকে ৩ জনকে আটক করা হয়। এ সময় পেপুলবাড়ীয়া গ্রামের কাওছার আলীর ছেলে দালাল (পারাপারে সহায়তাকারী) মিরাজ আলীকে আটক করা হয়।
এছাড়া এদিন মাদকবিরোধী অভিযানে যাদবপুর ইউনিয়নের মকরধ্বজপুর গ্রামের রাস্তা থেকে ৪৪ বোতল ও জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আমবাগানের ভেতর থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা।