Logo
Logo
×

সারাদেশ

নির্মাণাধীন বেড়িবাঁধের গাছচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৯:২৪ পিএম

নির্মাণাধীন বেড়িবাঁধের গাছচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভেড়ামারা গ্রামে নির্মাণাধীন বেড়িবাঁধের গাছচাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিম্মি ওই গ্রামের গৃহস্থ হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় ভেড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সঙ্গে মিম্মি বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে যায়। এরপর সেখান থেকে পাশেই একটি খেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মাণাধীন বেড়িবাঁধের খনন কাজ চলছিল। এ সময় ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির ওপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায় বলে জানান স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবাহান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম