
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ এএম
দুই মেম্বার গ্রুপের সংঘর্ষে আহত ২১

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম

আরও পড়ুন
নড়াইলের লোহাগড়ার নোয়াগ্রামে গমের খেতে গরু ঢুকে পড়ার অপরাধে দুই মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আক্তার কাজী গ্রুপের কাজী সাগর হোসেনের (৪৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে, বাকিরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আক্তার কাজী গ্রুপের জখমিরা হলেন- আক্তার কাজী (৪৮), কাজী মনি মিয়া (৪৫), কাজী সামাদ (৩৮), কাজী ইকলাস (৫০), কাজী সাবু (৩৮), কাজী সৈকত (৫৫), কাজী বিল্লাল (৫৫), কাজী রেজোয়ান (২০), কাজী আরিফ (৪৮), বিউটি বেগম (৫৫), কাজী সাকিব (২২)। অন্য গ্রুপের জখমিরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানা গেছে, ইউনিয়নের বর্তমান মেম্বার সাঈদ মিনা ও সাবেক মেম্বার আক্তার কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আক্তার কাজীর ভাই খোকা কাজীর গরু গ্রামের উত্তর মাঠে চরাতে দিয়ে আসেন। একপর্যায়ে গরুটি প্রতিপক্ষের সাইদ মিনার খেতে ঢুকে পড়লে বিপত্তি ঘটে।
এ সময় সাইদ মিনার ছেলে মনিরুল মাঠে কাজ করা অন্যপক্ষের লোকদের শাসায়। এতে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে আক্তার কাজীর পক্ষীয় ১২ জন এবং সাইদ মিনা পক্ষীয় ৯ জন আহত হন। গুরুতর আহত সাগর কাজীর (৩৪) অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।